Adsterra

লোড হচ্ছে...

যে ১০ তথ্য এআই চ্যাটবটে শেয়ার করা বিপজ্জনক !

যে ১০ তথ্য এআই চ্যাটবটে শেয়ার করা বিপজ্জনক,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,bangladesh

চ্যাটজিপিটি বা অনুরূপ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। মেইল খসড়া করা, প্রশ্নের উত্তর পাওয়া বা একাকিত্বে সঙ্গ পাওয়ার মতো কাজে মানুষ এগুলো ব্যবহার করেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেনচ্যাটবটের সঙ্গে সব তথ্য শেয়ার নিরাপদ নয়।

এখানে ১০টি তথ্য দেওয়া হলো, যা কখনোই চ্যাটবটের সঙ্গে শেয়ার করা উচিত নয়

ব্যক্তিগত তথ্য : পুরো নাম, ঠিকানা, ফোন নম্বর বা ই-মেইল। এগুলো একত্র করলে অনলাইন পরিচয় শনাক্ত করা সম্ভব।

আর্থিক তথ্য : ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, সামাজিক নিরাপত্তা নম্বর ইত্যাদি। চুরি বা অপব্যবহারের ঝুঁকি থাকে।

পাসওয়ার্ড : চ্যাটবটে কখনোই পাসওয়ার্ড দেবেন না। নিরাপদ পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন।

গোপন কথা বা স্বীকারোক্তি : ব্যক্তিগত বা সংবেদনশীল বিষয়বস্তু চ্যাটবটে শেয়ার করা বিপজ্জনক।

স্বাস্থ্য বা চিকিৎসাসংক্রান্ত তথ্য : প্রেসক্রিপশন, চিকিৎসার ইতিহাস বা বিমার তথ্য শেয়ার করবেন না। যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন।

আপত্তিকর বিষয়বস্তু : যৌন বা অবমাননাকর আলাপ, বেআইনি তথ্য, যা অ্যাকাউন্ট ব্লক বা ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে।

কর্মস্থলের গোপনীয় তথ্য : ব্যবসায়িক কৌশল, নথিপত্র বা গোপন তথ্য চ্যাটবটে দেবেন না।

আইনি জটিলতা বা মামলা : চুক্তি বা আইনি বিবাদের তথ্য চ্যাটবটে শেয়ার করা বিপজ্জনক।

সংবেদনশীল ছবি বা নথি : পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ব্যক্তিগত ছবি আপলোড করা থেকে বিরত থাকুন।

যা অনলাইনে দেখতে চাইবেন না : এমন কোনো তথ্য দেবেন না যা ভবিষ্যতে প্রকাশিত হলে ক্ষতি হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, এআই চ্যাটবটের সঙ্গে আলাপ সবসময় গোপন থাকে না। তাই ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

No comments

Powered by Blogger.