ডাকসু স্থগিত: আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা
হাইকোর্টে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত হওয়ার প্রতিবাদে তাৎক্ষণিক আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল বের করেছেন তারা। এদিকে শহীদুল্লাহ্ হল, ফজলুল হক মুসলিম হল থেকে মিছিল বের হয়েছে। আজ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল বের হয়। এসময় শিক্ষার্থীদের ‘ডাকসু আমার অধিকার রুখে দেয় সাধ্য কার’, ‘হাইকোর্টের প্রহসন মানি না মানব না’, ‘এক এগারো রুখে দাও’ স্লোগান দিতে দেখা যায়।
মিছিলে গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ‘শিক্ষার্থীদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার ডাকসু স্থগিত করার ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। আমরা স্থগিত করার প্রতিবাদে নেমেছি।’
No comments