Adsterra

লোড হচ্ছে...

আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে যা বললেন দীঘি

আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে যা বললেন দীঘি, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News

চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘির সঙ্গে আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেম নিয়ে কম জল ঘোলা হয়নি। অনেকে এটাও ধরে নিয়েছিলেন যে আফ্রিদি আর দীঘি হয়ত বিয়েও করবেন! তবে বরাবরই দুজনে এই সম্পর্ককে শুধুই বন্ধুত্বের বলে জানিয়েছেন। শেষ পর্যন্ত দেখা গেল, আফ্রিদি বিয়ে করেছেন ঠিকই, তবে পাত্রী দীঘি নন। পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়েছে। তবে সম্প্রতি আফ্রিদি গ্রেপ্তার হওয়ার পর নানা ঘটনা উঠে আসে। চলে আসে দীঘি-আফ্রিদির প্রেমের ঘটনাও। 

এবার আফ্রিদির বিষয়ে স্পষ্টভাবে কথা বললেন  দীঘি। আফ্রিদির সঙ্গে কিভাবে পরিচয় তা জানিয়ে দীঘি বলেন, ‘মাই টিভির একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ওটাতে সে অ্যাংকর ছিল। ওখান থেকেই প্রথম দেখা, পরিচয়। এবং তারপরে ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আমরা কেউ রেডি ছিলাম না ওটা এতো ভাইরাল হবে।’ 

তৌহিদ আফ্রিদি নিজেকে দীঘির বয়ফ্রেন্ড দাবি করত, এমন গুঞ্জনও ভেসে উঠেছিল শোবিজে। সেই প্রসঙ্গে দীঘি বলেন, ‘আমরা কখনো এরকম কথা বলিনি। আমি তো বলিনি। আর ও তো আরো বেশি স্ট্রিক্ট ছিল ব্যাপারটাতে এবং একটা মোমেন্ট ছিল যে, যখন ব্যাপারটা অনেক বেশি বেড়ে যায়, শোবিজে অনেক বেশি কথা হয়ে যায়, অনেক বেশি নিউজ হওয়া শুরু করে, তখন এই জিনিসটা নিয়ে আমাদের ফ্যামিলি বিব্রত হয়ে যায়। কারণ যে জিনিসটা নিয়ে আমরা অবগত না, কিংবা যে জিনিসটা আমাদের আশেপাশে কেন হবে, এরকম নিউজ কেন হবে? কারণ আমরা এটার জন্য প্রস্তুত না। এটা খুব পার্সোনাল কথা লিখে ফেলছে। তখন এমন একটা সময় এসেছিল যে আমরা এক থেকে দেড় বছর কথাই বলিনি ঠিকমতো। দেখা করাও অফ করে দিয়েছি।’

No comments

Powered by Blogger.