আমার গল্পগুলো || মুহতারিমা ফারজানা হাসিন
এখন আর আগের মতো হুট্ করে রেগে যাইনা,
এখন রাগ গুলোকে নিজের মধ্যে গুটিয়ে নিতে শিখেছি।
এখন আর "পছন্দ না" বলি না ,
এখন অপছন্দকেও ভালোবাসতে শিখেছি।
এখন অভিমানে আর চোখ ভেজে না,
কষ্টগুলো তুচ্ছে উড়িয়ে দিই।
এখন আর পথ হারাবার ভয় পাইনা ,
নিজের পথ নিজেই চিনে নিই।
আর জোৎস্নাভরা রাতে তারা গুনি না ,
কারন মেঘলা আকাশকে মেনে নিয়েছি।
হঠাৎ করে কারেন্ট চলে গেলে এখন আর ভয় পাইনা,
কারন ,অন্ধকারকে সঙ্গী করেছি ।
এখন বায়না জিনিসটা হাস্যকর লাগে ,
কারন যা আমার জন্য আছে তা আমারই ,
কষ্টকে এখন আর দিই না দোষ ,
কারন ,কপালের খণ্ডিত লিপি পূর্ণ হবেই।
এখন একলা থাকাটা বেশ রপ্ত করে ফেলেছি ,
নিঃসঙ্গের সাথে সন্ধি পাতিয়েছি।
জয় পরাজয় নিয়ে আর কোনও চিন্তা নেই আমার,
হারের মাঝের নিজের বিজয় খুঁজে পেয়েছি।
এখন আর সুখ আসে না বলে দুঃখকে চোখ রাঙাই না ,
বরং তাঁকে আতিথেয়তায় আলিঙ্গন করি ,
কারন আমি জানি ,অতিথি কখনও চিরকাল থাকেনা,
একদিন ফিরতেই হবে তার নিজের বাড়ি ।
এখন বজ্রপাতে ভয়ে আর কাউকে পাশে খুজি না,
বরং এর চমকে ওঠা আলো মুগ্ধ হয়ে দেখি ,,
এখন আর গল্পের শেষ ভেবে ভয় পাইনা ,
কারন আমার গল্পটা আমিই লিখি ।
No comments