Adsterra

লোড হচ্ছে...

কোরিয়ান বিউটির গোপন রহস্য

কোরিয়ান বিউটির গোপন রহস্য,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh,

বর্তমান সময়ে ‘কোরিয়ান বিউটি' বিশ্বজুড়ে এক জনপ্রিয় নাম। কোরিয়ানদের উজ্জ্বল, কোমল ও বয়সহীন সৌন্দর্য অনেকেরই ঈর্ষার বিষয়। জানেন কিএই সৌন্দর্যের পেছনের রহস্য কী? শুধুই জিনগত সৌভাগ্য নাকি নিয়মিত যত্ন, খাবার, ও জীবনযাত্রায় লুকিয়ে আছে রহস্য ?

কোরিয়ানদের সৌন্দর্যচর্চার মূলমন্ত্র হলো নিয়মিততা। তারা প্রতিদিন নিয়ম মেনে ত্বকের যত্ন নেন। এই বিউটি রুটিন সাধারণত ১০ ধাপে গঠিত। যার মধ্যে আছে মেকআপ ও সানস্ক্রিন পরিষ্কার করতে ক্লিনজিং অয়েলের ব্যবহার। ত্বকের গভীর ময়লা দূর করতে ফোম ক্লিনজার। মৃত কোষ দূর করে উজ্জ্বলতা ফেরাতে এক্সফোলিয়েশন। ত্বকের পিএইচ ব্যালান্স ঠিক রাখতে টোনার ব্যবহার।

হালকা, হাইড্রেটিং লেয়ার, বিশেষ যত্নের জন্য যেমন ব্রণ বা দাগের জন্য সেরাম বা অ্যাম্পুল, হাইড্রেশন ও পুষ্টির জন্য শিট মাস্কের ব্যবহার। চোখের চারপাশের কোমল ত্বকের যত্নে আই ক্রিম, ত্বক কোমল ও হাইড্রেট রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার, সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করতে সানস্ক্রিনের ব্যবহার করে থাকেন।

কোরিয়ান স্কিনকেয়ার পণ্যে প্রাকৃতিক উপাদান ব্যবহারের জন্য বিশ্বজুড়ে প্রশংসিত। যেমন :

গ্রিন টি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর, শুকতারা ত্বক পুনর্গঠনে সহায়ক, জিনসেং বয়সরোধে কার্যকর, রাইস ওয়াটার উজ্জ্বলতা বৃদ্ধিতে বিখ্যাত।অ্যালোভেরা, মধু, ও ব্লুবেরি ত্বকে পুষ্টি জোগায় ও নরম রাখে।

কোরিয়ানরা প্রচুর পানি পান করেন এবং সবজি ও ফলসমৃদ্ধ খাদ্য গ্রহণ করেন। তারা ভাজা খাবার এড়িয়ে সেদ্ধ ও ফারমেন্টেড খাবার খান।

বয়সের ছাপ পড়ার অন্যতম কারণ হলো সূর্যের অতি বেগুনি রশ্মি। কোরিয়ানরা ঘরে থাকলেও প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করেন। এটি তাদের বয়স ধরে রাখতে এবং ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে।

কোরিয়ান নারীরা নিয়মিত মুখ ম্যাসাজ করেন। এতে রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বক থাকে টানটান। তারা ‘জেড রোলার’ বা ‘গুয়া শা’ স্টোন ব্যবহার করে ফেসিয়াল ম্যাসাজ করেন যা ত্বককে প্রাণবন্ত রাখে।

অনেক দেশে সৌন্দর্য মানে মেকআপ, কিন্তু কোরিয়ানদের কাছে সৌন্দর্য মানে ত্বকের স্বাস্থ্য। তাই তারা হালকা, প্রাকৃতিক মেকআপ পছন্দ করেন। তাদের স্কিন গ্লো এতটাই উজ্জ্বল হয় যে অতিরিক্ত মেকআপের প্রয়োজন পড়ে না।

No comments

Powered by Blogger.