Adsterra

লোড হচ্ছে...

ভিটামিন ডি পেতে কতক্ষণ রোদে থাকা উচিত

 

ভিটামিন ডি পেতে কতক্ষণ রোদে থাকা উচিত,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news,bangladesh

আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন হলো ভিটামিন ডি। এটি হাড়ের স্বাস্থ্য যেমন বজায় রাখে, তেমনি ইমিউন সিস্টেম মজবুত করে এবং বিভিন্ন রোগ থেকে আপনাকে রক্ষা করতে সহায়ক। তবে ভিটামিন ডি এর মূল উৎস হলো সূর্যের আলো। কিন্তু প্রশ্ন হলো, প্রতিদিন কতক্ষণ সূর্যের আলো লাগানো উচিত, যাতে শরীর যথেষ্ট ভিটামিন ডি পায় ?

সকালের সূর্যই সবচেয়ে কার্যকর

গবেষণায় দেখা গেছে, সকালে ১০টা নাগাদ সূর্যের আলোতে থাকা সবচেয়ে ভালো। বিশেষত সকাল ৯টা থেকে ১১টার মধ্যে সূর্যের আলোর আল্ট্রাভায়োলেট বি (ইউভিবি) রশ্মি শরীরে ভিটামিন ডি তৈরি করতে কার্যকর। এই সময় ১০ থেকে ১৫ মিনিট সূর্যের আলো পেলে প্রাপ্ত ভিটামিন ডি আপনার দৈনিক প্রয়োজনের বড় অংশ পূরণ করতে পারে।

সপ্তাহে কত দিন

সাধারণত সপ্তাহে ৩ থেকে ৫ দিন হালকা সূর্যের আলোতে থাকা যথেষ্ট। তবে বয়স, ত্বকের রং, ঋতু ও আবহাওয়ার ওপর নির্ভর করে এই সময় কম বেশি হতে পারে। গা কালো বা গা ভেজা মানুষদের শরীরে ভিটামিন ডি তৈরি হতে কিছুটা বেশি সময় লাগে।

শরীরের কোন অংশে সূর্যের আলো লাগানো উচিত

শুধু মুখ বা হাতেই সূর্যের আলো লাগানো যথেষ্ট নয়। অন্তত বাহু, পায়ের অংশ বা পিঠের কিছু অংশ সরাসরি সূর্যের আলোতে রাখা ভালো। এগুলোতে ইউভিবি রশ্মি সহজে ভিটামিন ডি উৎপাদন করে।

অতিরিক্ত সূর্যের আলোও ক্ষতিকর

যদিও সূর্যের আলো ভিটামিন ডি এর জন্য প্রয়োজন, অতিরিক্ত সূর্যের আলো ত্বকের ক্ষতি এবং সূর্যদাহের ঝুঁকি বাড়াতে পারে। তাই সরাসরি সূর্যের আলোতে দীর্ঘ সময় থাকা ঠিক নয়। যদি রোদ শক্তিশালী হয়, ১৫ থেকে ২০ মিনিটের বেশি না থাকাই ভালো।

ভিটামিন ডি এর ঘরোয়া উৎস

সূর্যের আলো না পেলে ভিটামিন ডি এর জন্য কিছু খাবার সহায়ক হতে পারে। মাছ, ডিম, দুধ ফর্টিফাইড খাদ্যভোগের মাধ্যমে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করা যায়। তবে সূর্যের আলোই সবচেয়ে প্রাকৃতিক ও কার্যকর উৎস।

চিকিৎসকের পরামর্শ

যাদের হাড়ের সমস্যা, ডায়াবেটিস বা অন্য কোনো দীর্ঘমেয়াদি রোগ আছে, তাদের উচিত চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন ডি-এর জন্য সূর্যের আলো বা সাপ্লিমেন্ট গ্রহণ করা। বিশেষ করে বয়স্ক বা গর্ভবতী নারীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য।

প্রতিদিন ভিটামিন ডি-এর জন্য প্রায় ১০ থেকে ১৫ মিনিট সকালবেলা সূর্যের আলোতে থাকা যথেষ্ট। সপ্তাহে ৩ থেকে ৫ দিন এই অভ্যাস ধরে রাখলেই শরীর প্রাকৃতিকভাবে পর্যাপ্ত ভিটামিন ডি পেতে পারে। ত্বক ও বয়স অনুসারে সময় সামান্য পরিবর্তন করতে হবে।

ভিটামিন ডি শুধু হাড়ের স্বাস্থ্য নয়, রোগপ্রতিরোধ ক্ষমতা, মানসিক স্বাস্থ্য এবং শরীরের সার্বিক সুস্থতার জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত সূর্যের আলো পাওয়ার অভ্যাস তৈরি করা অত্যাবশ্যক। 

No comments

Powered by Blogger.