চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে হাসপাতালে রোগী
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ওপর অতিরিক্ত নির্ভরতার মারাত্মক পরিণতির একটি উদাহরণ সামনে এসেছে। চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে চলতে গিয়ে এক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, অতিরিক্ত সোডিয়াম ব্রোমাইড গ্রহণের ফলে তিনি বিষক্রিয়ায় আক্রান্ত হন।
মার্কিন যুক্তরাষ্ট্রের এসিপি জার্নালে প্রকাশিত এ ঘটনার তদন্ত করেছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ৬০ বছর বয়সী ওই ব্যক্তি খাবারের অতিরিক্ত লবণ নিয়ে চিন্তিত ছিলেন এবং বিকল্প খুঁজতে গিয়ে এআইয়ের শরণাপন্ন হন।
চ্যাটজিপিটি তাকে ক্লোরাইডের নিরাপদ বিকল্প হিসেবে সোডিয়াম ব্রোমাইড গ্রহণের পরামর্শ দেয়। সম্ভাব্য ক্ষতির বিষয়ে কোনো সতর্কবার্তা না পাওয়ায় তিনি টানা তিন মাস এটি নিয়মিত সেবন করেন।
হাসপাতালে ভর্তি হওয়ার পর দেখা যায়, তিনি প্রচণ্ড তৃষ্ণার্ত হলেও পানি পান করতে পারছেন না এবং হ্যালুসিনেশনে ভুগছেন। প্রথমে চিকিৎসকেরা মানসিক অসুস্থতা ভেবে চিকিৎসা শুরু করেন। পরে অ্যান্টি-সাইকোটিক ওষুধ ও স্যালাইন দেওয়ার পর অবস্থার উন্নতি হলে তিনি পুরো ঘটনা জানান।
দুই বছরে ৪০ কোটি ছাড়াল থ্রেডসের মাসিক ব্যবহারকারী
চিকিৎসকেরা জানান, একসময় ব্রোমাইড উদ্বেগ ও অনিদ্রার চিকিৎসায় ব্যবহার হতো, কিন্তু স্বাস্থ্যঝুঁকির কারণে কয়েক দশক আগে তা বন্ধ করা হয়েছে। বর্তমানে কেবল কিছু প্রাণীর ওষুধ ও শিল্পপণ্যে সীমিতভাবে ব্যবহার করা হয়।
তিন সপ্তাহ চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এ ঘটনার পর চিকিৎসকেরা এআই ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
No comments