Adsterra

লোড হচ্ছে...

বাংলাদেশিরা এখন ভিসা ছাড়াই যে ৬টি দেশ ঘুরতে পারবে! তালিকা দেখুন

বাংলাদেশিরা এখন ভিসা ছাড়াই যে ৬টি দেশ ঘুরতে পারবে,তালিকা দেখুন,ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news

ভ্রমণপিপাসুদের জন্য দারুণ এক খবর ! এখন বাংলাদেশি পাসপোর্ট থাকলেই ছয়টি এশিয়ান দেশে ঘুরে আসা সম্ভবতাও আবার ভিসার ঝামেলা ছাড়াই।

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান Henley & Partners প্রকাশিত একটি তালিকায় উঠে এসেছে, বিশ্বের ৩৯টি দেশে বাংলাদেশিরা ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। এর মধ্যে ছয়টি দেশ এশিয়ায় অবস্থিতযেখানে যেতে এখনই প্ল্যান করে ফেলতে পারেন !

চলুন, দেখে নিই কোন কোন দেশে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারবেন, আর সেসব দেশে কী কী দেখার মতো জায়গা রয়েছে 

ভুটান প্রকৃতির এক নিঃশব্দ সৌন্দর্য

হিমালয়ের কোলে ছোট্ট শান্তিপূর্ণ দেশ ভুটান। বাংলাদেশি নাগরিকরা এখানে ভিসা ছাড়াই ঢুকতে পারেন।

থিম্পু শহরের বুদ্ধ ডর্ডেনমা মূর্তি, টাইগারস নেস্ট মনাস্ট্রি, পুনাখা দজং-এর মতো পাহাড়ঘেরা শান্ত পরিবেশ যে কারোর মন ভালো করে দেবে।

মালদ্বীপ নীল জলের রাজ্যে স্বপ্নের ছুটি

মালদ্বীপ পৌঁছেই আপনি পেয়ে যাবেন ৩০ দিনের ফ্রি ভিসা অন অ্যারাইভাল। রাজধানী মালেতে ঘুরে দেখতে পারেন গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ, ফিশ মার্কেট ও জাতীয় জাদুঘর।

বাজেট ভ্রমণকারীদের জন্য মাফুশি দ্বীপ অনেক জনপ্রিয়, আর প্রকৃতি প্রেমীদের জন্য হানিফারু বে-তে ডাইভিং করতে পারেন, যেখানে মে-নভেম্বরের মাঝে ভেসে বেড়ায় মান্টা রে ও হোয়েল শার্ক।

নেপাল পর্বতের কোলে ইতিহাস আর রোমাঞ্চ

নেপালে ঢুকতে বাংলাদেশিদের কোনো পূর্ব ভিসা লাগে না। ত্রিভুবন বিমানবন্দর ও অন্যান্য সীমান্ত দিয়ে ঢোকার সময় ‘অন অ্যারাইভাল ভিসা’ পেলেই হলো।

কাঠমান্ডুর পুরনো মন্দির, স্তূপা আর শহরের বাইরের পোখারা অঞ্চলের মনোরম পাহাড়ি দৃশ্যসবকিছুতেই আছে একরকম শান্ত সৌন্দর্য।

এছাড়া এভারেস্ট বেস ক্যাম্প পর্যন্ত ট্রেকও করতে পারেন যদি একটু অ্যাডভেঞ্চার ভালোবাসেন।


                          ২০২৪ সালের গণঅভ্যুত্থানে বীর শহিদ ও অকুতোভয় আন্দোলনকারীদের স্মরণে ও সম্মানে আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শাহরিয়ার সোহাগ এর নতুন উপন্যাস বাংলা বসন্ত। অর্ডার করতে ক্লিক করুন

শ্রীলঙ্কা সবুজ দ্বীপের আহ্বান

শ্রীলঙ্কা যেতে আগে অনলাইনে ই-ভিসা নিতে হয়। ৩০ দিনের জন্য মিলবে ভ্রমণের অনুমতি, তবে চাইলে আরও ৩ মাস বাড়ানো যায়।

দেখতে ভুলবেন না সিগিরিয়া (সিংহশিলা), ইয়ালা ন্যাশনাল পার্ক আর গলে শহরের পুরনো ডাচ দুর্গ ও সৈকতসব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা।

কম্বোডিয়া ইতিহাস আর ঐতিহ্যের মিলনস্থল

কম্বোডিয়ায় বাংলাদেশিদের জন্য রয়েছে অন অ্যারাইভাল ভিসার সুবিধা। বিশ্বখ্যাত আঙ্কোরওয়াট মন্দির, নম পেন শহরের রয়্যাল প্যালেস আর টুয়োল স্লেং জেনোসাইড মিউজিয়ামপ্রতিটি স্থানেই লুকিয়ে আছে ইতিহাসের নানা গল্প।

প্রাকৃতিক সৌন্দর্য চাইলে যেতে পারেন কোহ রং দ্বীপে।

তিমোর-লেস্তে সাগর, পাহাড় আর নিঃসঙ্গ সৌন্দর্য

কম পরিচিত হলেও, তিমোর-লেস্তে হয়ে উঠছে নতুন প্রজন্মের পছন্দের গন্তব্য। বাংলাদেশি পাসপোর্টধারীরা এখানে অন-অ্যারাইভাল ভিসা পান।

রাজধানী ডিলির উপকূলে দাঁড়ানো ‘ক্রিস্ট দ্য কিং’ মূর্তি, আতাউরো দ্বীপের রঙিন প্রবালপ্রাচীর আর মাউন্ট রামেলাওয়ের চূড়ায় ম্যারির মূর্তির কাছে পৌঁছানোসবই আপনাকে স্মরণীয় এক অভিজ্ঞতা দেবে।

ভিসার জটিলতা ছাড়াই যদি বিদেশ ভ্রমণ করতে চান, তাহলে এই ছয়টি দেশ আপনার জন্য আদর্শ। তবে যাত্রার আগে প্রতিটি দেশের আপডেটেড নিয়ম-কানুন ও ভ্রমণ নির্দেশনা জেনে নেওয়া ভালো।

ভ্রমণ শুধু দেখার জন্য নয়, শেখারও একটা উপায়। তাই প্রস্তুতি নিন, ব্যাগ গুছিয়ে ফেলুন, আর বেরিয়ে পড়ুন নতুন অভিজ্ঞতার খোঁজে!

No comments

Powered by Blogger.