স্মৃতিচারণে ৫ আগস্ট
কি দূর্ভিসহ বিভৎস দিন, চোখের সামনে করুন স্মৃতি। আর রাজপথে রক্তের ছড়াছড়ি। এতো কিছু দেখার পরও কিভাবে নিজেকে আটকে রাখি?
পারিনি, তাই বেরিয়ে পড়েছিলাম রাজপথে হেরে যেতে নয়, বিজয় ছিনিয়ে আনতে। দল-বল, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই যেন এক কাতারে। অবশেষে জয়, কারো স্বজন হারানোর স্মৃতি আবার কারো মুখে বিজয়ের হাসি।
সময় গড়িয়ে গেছে বহু, কেউ কেউ পেয়েছেন শহীদী মর্যাদা, কেউ কেউ করেছে বরন আজীবনের পঙ্গুত্ব। কেউবা আবার করেছে দল ভারি কেউবা আবার নিজের গদি। কেউ কেউ ভুলে যেতে বসেছি শোষকের করুন পরিনতি। তাই হয়তো তার শূন্যতা পূরণে করছি যখন যা খুশি। এটাই কি কাম্য?
কখনোই না, নতুন করে গড়ে তুলব আমাদের আগামীর বাংলা। শোষকের শোষণ নয়, নয় বলবানের হুংকার, রাষ্ট্রের প্রতিটি মানুষেরই যেন থাকে সমান অধিকার। এই লক্ষ্যে অবিচল থেকে, সবাই আবার একসাথে মিলেই যেন আমরা সামনে আগাই। এটাই হোক সব দলের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।
সবাইকে ৫-ই আগস্ট এর শুভেচ্ছা ও ভালোবাসা।
লেখা - নাহিদ নাজরান
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী
No comments