ক্ষতস্থান থেকে যে পরিমাণ রক্ত বের হলে অজু থাকবে না
প্রশ্ন
আসসালামু আলাইকুম
জনাব, সালাম বাদ আরজ এই যে যদি কোনো ব্যক্তির ক্ষতস্থান থেকে এই পরিমাণ রক্ত বের হয় যা গড়িয়ে পড়ার মতো, কিন্তু সে তা গড়িয়ে পড়তে না দিয়ে মুছে ফেলে তাহলে কি তার অজু নষ্ট হবে?
উত্তর
ওয়াআলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ
হ্যাঁ, অজু ভেঙে যাবে। গড়িয়ে পড়া পরিমাণ রক্ত বের হলেই অজু নষ্ট হয়ে যায়। তাই এ পরিমাণ রক্ত গড়িয়ে পড়ার আগে ক্ষতস্থান থেকে তা মুছে নিলেও অজু ভেঙে যাবে।
(কিতাবুল আসল ১/৫৮; ফাতহুল কাদীর ১/৩৪; ফাতওয়া হিন্দিয়া ১/১১; আলবাহরুর রায়েক ১/৩৩; রদ্দুল মুহতার ১/১৩৫)
No comments