Adsterra

লোড হচ্ছে...

মা-বাবার বিচ্ছেদে সন্তানের স্ট্রোকের ঝুঁকি বাড়ে

  

মা-বাবার বিচ্ছেদে সন্তানের স্ট্রোকের ঝুঁকি বাড়ে,  ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, ম

বর্তমান সময়ে বিবাহবিচ্ছেদ নতুন কোনো ঘটনা নয়। মতের অমিল, অসামঞ্জস্যতা কিংবা যেকোনো অপ্রীতিকর ঘটনার মুখেই বিবাহবিচ্ছেদ হতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মা-বাবার বিবাহবিচ্ছেদের প্রভাব সন্তানের ওপর বেশি পড়ে। বিশেষ করে সন্তানের মানসিক দিকে নেতিবাচক প্রভাব বেশি দেখা যায়। তবে এবার উঠে এসে আরও ভয়ানক তথ্য। সম্প্রতি গবেষণায় জানা যায়, মা-বাবার বিবাহবিচ্ছেদের কারণে সন্তানের স্ট্রোকের ঝুঁকি বেড়ে যেতে পারে।

ol.ছোটবেলায় মা-বাবার বিবাহবিচ্ছেদের সাক্ষী হয়েছেন যেসব সন্তান, তাদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে। বিজ্ঞানীদের দাবি, বয়স ১৮ হওয়ার আগে মা-বাবার বিবাহবিচ্ছেদের সাক্ষী থেকেছেন যারা, পরবর্তী সময়ে তাদের স্ট্রোক হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় ৬০ শতাংশ বেশি থাকে।

পিএলওএস ওয়ান জার্নালে গবেষণাপত্রটি প্রকাশিত পায়। বিজ্ঞানীরা জানান, ৬৫ এবং তার বেশি বছরের প্রায় ১৩ হাজার মানুষের ওপর গবেষণা চালানো হয়। বয়স ১৮ হওয়ার আগেই যাদের মা-বাবার বিবাহবিচ্ছেদ ঘটেছে, তাদের স্ট্রোকের ঝুঁকি ৬০ শতাংশ বেশি থাকে। ছোটবেলার ট্রমা বা আঘাত, মা-বাবার সম্পর্কের টানাপোড়েন থাকলে সন্তানের মানসিক চাপও বাড়ে।

মানসিক অস্থিরতার কারণে সন্তানদের মস্তিষ্কের কিছু অংশে রক্তের সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। আবার মস্তিষ্কের কোনও অংশে রক্তনালি ফেটে গিয়েও স্ট্রোক হতে পারে। এরপর মৃত্যু পর্যন্ত হয়। অনেকে স্ট্রোকের পর শারীরিকভাবে অক্ষমও হয়ে পড়েন।

যারা বিবাহবিচ্ছিন্ন মা-বাবার সান্নিধ্যে বড় হয়েছেন, তাদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি ৬০ শতাংশ বেশি, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। শুধু তাই নয়, যেসব সন্তান ছোটবেলায় শারীরিক নির্যাতনের শিকার হন এবং যৌন নির্যাতনের শিকার হন, তাদের মধ্যেও স্ট্রোকের ঝুঁকি বেশি থাকে।

তবে পর্যবেক্ষণমূলক এই গবেষণা নিয়ে মতভেদও রয়েছে। বিশেষজ্ঞের একদলের মতানুসারে, মা-বাবার বিবাহ-বিচ্ছেদ পরবর্তী সময়ে স্ট্রোক ডেকে আনে কী করে, তার সঠিক ব্যাখ্যা এখনও তুলে ধরেননি বিজ্ঞানীরা। এক্ষেত্রে কোন কোন ধরনের স্ট্রোক হতে পারে, কোন বয়সে ঝুঁকি সবচেয়ে বেশি, তার নির্দিষ্ট  উল্লেখও নেই। গবেষণায় ৬০ উর্ধ্বোরাই ছিলেন। অল্পবয়সীদের মধ্যে কেমন প্রতিক্রিয়া হয়, তার কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা গবেষণায় নেই। তাই সন্তানের মধ্যে অবসাদ, ডায়বিটিস, নেশা, ধূমপান এবং স্থূলতার মতো জটিল সমস্যা মা-বাবার বিচ্ছেদের কারণে হতে পারে বলে একমত জানান বিশেষজ্ঞরা।

ডা আবিদা সুলতানা, Dr Abida Sultana, health, fitness, healthy life, সফলতার সূত্র, আসুন সুস্থ থাকি, মানসিক স্বাস্থ্য, asun sustho thaki, mental health

ডা. আবিদা সুলতানা, (এমবিবিএস)
জেনারেল প্রাকটিসার, সিটি হেলথ সার্ভিসেস লিঃ এন্ড সিটি হাসপাতাল লিঃ
মেডিসিন, চর্মরোগ, বাত-ব্যাথা, শিশু ও গাইনী রোগ বিশেষজ্ঞ।
লেকচারার, জেড এইচ সিকদার মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, ঢাকা।


No comments

Powered by Blogger.