সুনামগঞ্জ আ.লীগ, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৫
অপারেশন ডেভিল হান্টে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের ৩ নেতা ও ২ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ছাতক উপজেলার মধুকুনি গ্রামের বাসিন্দা ছাতক সদর ইউনিয়নের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদ আহমদ টিটু (৪৭)। শাল্লা উপজেলার সুলতানপুর গ্রামের বাসিন্দা উপজেলা ছাত্রলীগের সদস্য রফিকুল ইসলাম রকি (২৩)। তাহিরপুর উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের বাসিন্দা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মতিন মিয়া (৫৭)। দোয়ারাবাজার উপজেলার পুরান বাঁশতলা গ্রামের বাসিন্দা চোরাচালান কারবারি আমিনুল ইসলাম (২২) ও একই উপজেলার দলেরগাঁও গ্রামের বাসিন্দা চোরাচালান কারবারি শফিকুল ইসলাম সাদ্দাম (১৯)।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, গ্রেপ্তারকৃত ৫ জনকে আদালতে সোপর্দ করা হবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।



No comments