Adsterra

লোড হচ্ছে...

মহাকাশ কোম্পানিতে হামলা, নিহত ৪

মহাকাশ কোম্পানিতে হামলা, নিহত ৪, ঢাকা ভয়েস, Dhaka Voice, Trending News, Viral News, Top News, Hot News, bangla news, bangladesh news

তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষা কোম্পানির সদর দপ্তরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। তুরস্কের সরকার এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছে।

বুধবার (২৩ অক্টোবর) রাজধানী আঙ্কারায় এ ঘটনা ঘটে। হতাহতের সংখ্যাটি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। খবর রয়টার্সের।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান রাশিয়ার কাজান শহরে একটি ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়ে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন।

হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, এই ঘটনায় প্রসিকিউটররা তদন্ত শুরু করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যেখানে হামলা হয়েছে সেখানে বিস্ফোরণের পাশাপাশি ব্যাপক গোলাগুলির ঘটনাও ঘটেছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, ফায়ার ফাইটার এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।

ডা আবিদা সুলতানার স্বাস্থ্য পরামর্শ বিষয়ক বই আসুন সুস্থ থাকি  ও মানসিক স্বাস্থ্য

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, যে কোম্পানিটিতে হামলা হয়েছে এটি তুরস্কের সামরিক খাতে বড় অবদান রাখে।

No comments

Powered by Blogger.