কেমো চলছে হিনার, বুকে পাথর রেখে নিজের শরীর থেকে বাদ দিলেন গুরুত্বপূর্ণ অংশ
কেমো চলছে হিনার, বুকে পাথর রেখে নিজের শরীর থেকে বাদ দিলেন গুরুত্বপূর্ণ অংশ! কেঁদে ভাসালেন ‘Bigg Boss’ খ্যাত অভিনেত্রী
অভিনেত্রী চাননি তাঁর শখের চুল ঝরতে শুরু করুক। সেই কারণেই নিজে থেকেই চুল কেটে ফেললেন। তাঁর সঙ্গে দেখালেন মায়ের কী অবস্থা। আর পাঁচজন মানুষের তথাকথিত মেয়েদের এই নিয়ে যে সমস্যা হয়, সেকথাও জানালেন তিনি।
হিনা খান বৃহস্পতিবার সকালে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে তার ক্যান্সার যাত্রার আরেকটি অধ্যায় ভাগ করেছেন। গত সপ্তাহে, হিনা তার ভক্তদের সাথে শেয়ার করেছেন যে তিনি স্টেজ থ্রি স্তন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। নতুন ভিডিওতে, হিনা তার চুল কাটার একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি শুরু হয় হিনা একটি আয়নার সামনে বসে যখন সে নিজেকে এই পদক্ষেপের জন্য প্রস্তুত করছে। পটভূমিতে, হিনা তাকে উত্সাহিত করার চেষ্টা করার সময় তার মাকে অসহায়ভাবে কাঁদতে শোনা যায়।
হিনার হেয়ার স্টাইলিস্ট তাকে কাঁচি দেয় যাতে সে নিজেই প্রথম লকটি কেটে ফেলতে পারে। ভিডিওর শেষে হিনা ঘোষণা করেন, “আমি মুক্তি অনুভব করছি।” তিনি ভিডিওটির সাথে একটি দীর্ঘ নোটও শেয়ার করেছেন। চুল ওঠার আগেই তিনি নিজে থেকেই সেটিকে কেটে ফেলেছেন। ফলে, এটুকু প্রমাণিত কেমোথেরাপির আন্ডারে রয়েছেন।


No comments