ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী নিহত
অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় আল-ফালুজা শহরে ইসরায়েলের বিমান হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী সুফিয়ান তায়েহ নিহত হয়েছেন। ইসরায়েলি এই হামলায় তার পরিবারের অন্যান্য সদস্যরাও প্রাণ হারিয়েছেন বলে শনিবার ফিলিস্তনি উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজা থেকে ৩০ কিলোমিটার দূরে আল-ফালুজা শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী সুফিয়ান তায়েহ এবং তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন।
ফিলিস্তিনের ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার প্রেসিডেন্ট ছিলেন বিজ্ঞানী সুফিয়ান তায়েহ। পদার্থবিদ্যা এবং ফলিত গণিতের শীর্ষস্থানীয় ফিলিস্তিনি গবেষক ছিলেন তিনি।
চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com
No comments