সাইক্লিং, দৌড় কিংবা সাঁতার : ওজন কমাতে কোনটি বেশি কার্যকরী ? এ বিষয়ে বলেছেন মোঃ আল-আমিন আকিক
মোঃ আল-আমিন আকিক, একজন এথলেট। সাইকেল নিয়ে ভ্রমণ করেছেন বাংলাদেশের ৬৪ জেলা। এমনকি ভারতও। এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ ৩২০ কিলোমিটার সাইক্লিং রেকর্ড আছে তার। সাঁতার কেটে পাড়ি দিয়েছেন পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, সুরমা সহ ছোট বড়ো অসংখ্য নদ নদী। একটানা ৫০ ও ৬৫ কিলোমিটার সাঁতারের রেকর্ড আছে তার ঝুঁলিতে। পানিতে টানা ১২ ঘন্টা সুইমিং রেকর্ডও আছে আর। রানিং-এ বাংলাদেশ ও ভারতে বেশ কিছু ম্যারাথন কমপ্লিট করেছেন। ফুল ম্যারাথন ২ টি, হাফ ম্যারাথন ১০ টি, আল্টা ম্যারাথন ২ টি সহ আন্তর্জাতিক মানের অসংখ্য ইভেন্টে প্রতিনিয়ত অংশগ্রহণ করছেন এই বাংলাদেশী তরুণ। সাইক্লিং, দৌঁড় কিংবা সাঁতার ফিটনেস ধরে রাখার অন্যতম তিনটি উপায়। তবে শক্তি বৃদ্ধি কিংবা ওজন কমাতে কোনটি বেশি কার্যকরী সে ব্যাপারে ভিন্ন ভিন্ন মত লক্ষ্য করা যায়। আজকে আমরা জানব মেদ ঝড়াতে এবং দৈনন্দিন জীবনযাত্রার উন্নয়নে কোনটি বেশি কার্যকর।
অনেকের কাছে সহজ ব্যায়ামের একটি হলো দৌড়। আপনি একা কিংবা বন্ধুদের সাথে দৌড়াতে পারেন কোনো নির্দিষ্ট সেট আপ ছাড়া। এটি আউটডোর কিংবা ইনডোর উভয় জায়গাতেই করা যায়। এটা মেদ কমাতে এবং পেশির ঝুঁকে পড়া রোধ করে। দৌড়ের গতির ওপর নির্ভর করবে এটা কতটুকু ওজন কমাবে। তবে ওজন কমানোর জন্য এই অভ্যাসটি নিয়মিত হওয়া জরুরি। আধা ঘন্টা দৌড় আপনার শরীরে অনেক পরিবর্তন আনতে পারে। কথা বলেছেন ঢাকা ভয়েজের সাথে।
সাইক্লিং করে কীভাবে ওজন কমাবেন ?
অনেকেই শখের বসে এই কাজগুলো করে থাকেন। বিভিন্ন অবস্থানে কীভাবে এগুলো চালাতে হবে, কিভাবে হ্যান্ডেল করতে হবে তা জানার মাধ্যমে সহজেই ওয়ার্কাউট প্ল্যান করা যায়। জয়েন্ট ব্যাথার ক্ষেত্রে এটি খুবই কার্যকরী। তবে দৌঁড়ের চেয়ে এটি কম ক্যালরি ঝড়াতে সাহায্য করে।
সাঁতার করে কীভাবে ওজন কমাবেন ?
শুধু ওজন কমানোই নয় পুরো শরীরের ব্যায়ামে সাহায্য করে সাঁতার। এর ফলে পুরো শরীর এবং পেশিগুলোর মধ্যে একধরনের পরিবর্তন হয়। তবে এক্ষেত্রে সব ধরনের সাঁতার একইভাবে প্রভাব রাখে না। ফাস্ট ফ্রি স্ট্রোকস এবং বুঁক সাঁতার ক্যালরি কমাতে বেশ ভূমিকা রাখে।
তিনটির বিচারে সাইক্লিং এর চেয়ে সাঁতার এবং দৌঁড় ওজন কমাতে বেশ কার্যকর।
তবে সাইক্লিং ওজন কমানোর একটি নিরাপদ উপায় বলা চলে। প্রকৃতপক্ষে ভালো ফলাফলের জন্য প্রচুর পরিশ্রম প্রয়োজন। সুস্থ ও স্বাস্থ্যবান থাকতে নিয়মিত ব্যায়ামের কোনও বিকল্প নেই।
চাইলে আপনিও হতে পারেন ঢাকা ভয়েজ পরিবারের অংশ। আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা মতামত বা সৃৃজনশীল লেখা পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। নাম সহ প্রকাশ করতে চাইলে লেখার নিচে নিজের নাম, পরিচয়টাও উল্লেখ করে দিন। ঢাকা ভয়েজে প্রকাশিত হবে আপনার লেখা। মেইল : dhahkavoice.news24@gmail.com
.webp)

No comments